ডাকসুর বর্ণাঢ্য অভিষেক : অতিথি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ঢাকা : ডাকসুর বর্ণাঢ্য অভিষেকে আমন্ত্রিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি এবং প্রধারমন্ত্রীকে অতিথি করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার (২৩ মার্চ) দুপুরে ডাকসু ভবনে কার্যকর পরিষদের সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের অভিষেককে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিথি করার সিদ্ধান্ত আমরা নিয়েছি।

তিনি বলেন, ইতোমধ্যে কার্যকর পরিষদকে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করার দায়িত্ব দিয়েছি। ভিপি, জিএস, এজিএসকে দায়িত্ব দেয়া হয়েছে, তারা বিভিন্ন কমিটি করে আয়োজনের উদ্যোগ গ্রহণ করবে। এটি আমাদের আজকের বড় সিদ্ধান্ত।

ডাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্বে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। একই সময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষের কক্ষে হল সংসদের নেতৃবৃন্দকে নিয়ে প্রথম কার্যকরী পরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে।

একুশে/এসসি