স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নেইমারবিহীন ব্রাজিল।
শনিবার রাতে পর্তুগালের এস্তাদিও দো দ্রাগোয় অনুষ্ঠিত ম্যাচে ৭৮ শতাংশ বল দখলে রাখে ব্রাজিল। ১৭ টি শটের চারটি গোলমুখে রেখেও মাত্র একবার লক্ষ্যভেদ করে সেলেসাওরা। ৩২ মিনিটে ক্যাসেমিরোর এসিস্টে স্কোর করেন লুকাস পাকুয়েতা। জাতীয় দলের জার্সিতে তৃতীয় ম্যাচেই গোলের দেখা পেলেন এসি মিলানের এই মিডফিল্ডার। তবে মিনিট চারেক পরেই সমতায় ফেরে পানামা। বাঁ পাশ থেকে আসা বলে মাথা ছুঁয়ে গোল করেন এডোলফো মাচাদো।
বিরতির পর, বেশ কয়েকবার সুযোগ পেয়েও গোল করতে পারেনি ব্রাজিল। কোপা আমেরিকার আগে শেষ প্রস্তুতি ম্যাচে বুধবার চেক রিপাবলিকের মুখোমুখি হবে তিতের শীষ্যরা।
একুশে ডেস্ক/আরসি/এটি
