চবির পামবাগানে বন্ধুর জন্মদিন উৎসব, ছিনতাইয়ের শিকার ১০ শিক্ষার্থী

ফাইল ছবি

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাম বাগানে ছিনতাইয়ের শিকার হয়েছেন ১০ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ওই ১০ শিক্ষার্থী আজ দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ টিচার লাউঞ্জ থেকে ২০ মিনিটের দূরত্বে পামবাগানে এক বন্ধুর জম্মদিন পালন করতে যান। এসময় তাদের থেকে থেকে ৬ টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনতাই করা হয়।

ভুক্তভোগী হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলমীম হাসান বলেন, সাড়ে ১২ টার দিকে আমরা ১০ বন্ধু পাম বাগানে এক বন্ধুর জম্মদিন পালন করতে যাই। এসময় মুখোশ পরে বন্দুক ও রামদা নিয়ে ৪ জনের একটি গ্রুপ আমাদেরকে জিম্মি করে ৬টি মোবাইল ফোন ও ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি আমরা মৌখিকভাবে প্রক্টর অফিসে জানিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বলেন, বিষয়টি আমরা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

একুশে/আইএস/এটি