চট্টগ্রামে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ৩

arrest Handcuffsচট্টগ্রাম: নগরীতে একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সদরঘাট থানার মাঝিরঘাট রোড়ের এ.আর কম্পিউটার স্কেল এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ কামরুল ইসলাম (২০), মোঃ আকাশ (১৯) ও মোঃ ইব্রাহিম (১৮)।

সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি মিনি কাভার্ড ভ্যানে (চট্টমেট্রো-ম-৫১-১১৫৩) তল্লাশী চালানো হয়। এসময় ৬ কেজি গাঁজা, ২৫ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে তিনজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মিনি কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা করা হয়েছে।