
চট্টগ্রাম: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশ।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে থেকে র্যালি করেন তারা। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা ভাষ্কর্য এসে শেষ হয়।
এতে চবি ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিএফসি গ্রুগ এবং শিক্ষা উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে চবি শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এনামুল হক আরাফাত বলেন, আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেওয়ায় আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বসবাস করতে পারছি।
এ সময় উপস্থিত ছিলেন, চবি শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন সুমন, আলামিন রিমন, রেজাউল হক রুবেল, উপ আপ্যায়ন সম্পাদক সায়ন দাশ গুপ্ত প্রমুখ।
