চট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে একটি এক নলা বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ কামাল (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেল ৪টার দিকে নেভাল ১৭ নং ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কুতুবদিয়ার হেদায়েতের ছেলে কামালকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র ও গুলির উৎস ও গন্তব্যে জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে।
