চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

Yabaচট্টগ্রাম: নগরী থেকে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার রাত ১১টার দিকে কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজারস্থ ক্যাফে সাতকানিয়া হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ আব্দুল আমিন (২৩) কক্সবাজারের টেকনাফ থানার কাঞ্চন পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, দুই হাজার পিস ইয়াবাসহ আমিনকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে বেশী দামে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।