
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাঁজা সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং বাকি চারজন বহিরাগত।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পাশে নির্মানাধীন একটি ভবনের ছাদ থেকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে তাদের পুলিশে সোপার্দ করা হয়।
আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজত্তত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয় খাঁন (২৪), চাঁদপুরের সাঈদ আলীর ছেলে বিল্লাল হোসেন (৫৮), কুমিল্লার তৌফিকুর রহমান (২৩), পটিয়ার আশিস দাশের ছেলে অভিজিৎ দাশ (২০), রাউজানের আক্তার হোসেনের ছেলে সাজ্জাদুজ্জামান (২৩)। এর মধ্যে তৌফিকুর ও অভিজিৎ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বলেন, গাঁজা সেবনরত অবস্থায় বঙ্গবন্ধু হলের পাশে নির্মানাধীন একটি ভবনের ছাদ থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও চারজন বহিরাগতকে আটক করা হয়েছে। পরে তাদের হাটহাজারী মডেল থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে হাটহাজারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, গাঁজা সেবনকালে ৫ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
