হীরাঝিল প্রপার্টিজের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

chittagong courtচট্টগ্রাম: চট্টগ্রামের আদালতে দুই আবাসন ব্যবসায়ীর বিরুদ্ধে ১৬ লাখ টাকার চেক প্রতারণার মামলা দায়ের করেছেন মোঃ নুরুন্নবী নামের এক ব্যক্তি। সোমবার মহানগর হাকিম আবদুল কাদের মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারীর আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন- হীরাঝিল প্রপার্টিজ ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. নাসির উদ্দিন ও মার্কেটিং ম্যানেজার মোরশেদুল আলম।

বাদি পক্ষের আইনজীবী আতাউর রহমান একুশে পত্রিকাকে জানান, হীরাজিল প্রপার্টিজের বসুমতি আনোয়ারা সিটির প্রকল্পের দুইটি প্লটের জন্য বুকিং দেন মামলার বাদি মোঃ নুরুন্নবী। পরে প্লটগুলো নিয়ে বিভিন্ন অনিয়ম হচ্ছে বুঝতে পেরে টাকা ফেরত দাবী করেন তিনি। এ প্রেক্ষিতে বাদিকে কিস্তির টাকা ফেরতের জন্য ১৬ লাখ টাকার একটি চেক প্রদান করা হয়।

তিনি জানান, ওই চেক নগদায়নের জন্য গত ১ আগষ্ট ব্যাংকে উপস্থাপন করা হলে তা অপর্যাপ্ত তহবিলের কারণে ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এরপর আইনগত প্রক্রিয়া শেষে বাদি আদালতে মামলা করলে বিচারক অভিযুক্তদের স্বশরীরে হাজির হওয়ার জন্য সমন জারীর আদেশ দেন।