
চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেক (চমেক) হাসপাতালকে ‘রাজনীতিকরণ’ না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম কোতোয়ালী আসন থেকে নির্বাচিত সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হচ্ছে স্বাস্থ্যসেবার জায়গা, চিকিৎসা শিক্ষার জায়গা। এখানে রাজনীতি করতে আসিনি আমি। আর কেউ যদি রাজনীতি করতে আসেন এটাকে ঘিরে, তবে সেটা হবে অসৎ উদ্দেশ্য। চট্টগ্রামবাসীর এই স্বাস্থ্যসেবার জায়গাটাকে যেন কেউ বাণিজ্যিক ও রাজনীতিকরণ না করে সেটা আমাদের মূল লক্ষ্য।
শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহসেন উদ্দীন আহমদ, অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ সাবেক সাধারণ সম্পাদক ডা. নাসির উদ্দিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নওফেল বলেন, আমরা যারা রাজনীতি করি, আমাদের মূল উদ্দেশ্যে হলো জনসেবা। সেই মানসিকতা নিয়ে এখানে রাজনীতিটা প্রতিষ্ঠা করতে হবে। যাতে করে জনসেবার মানসিকতা নিয়ে এখানে যারা নেতৃত্ব স্থানীয় আছেন তারা যেন জনগণের সুবিধা নিশ্চিত করতে পারেন। কারণ আমরা জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আমরা নির্বাচিত জনপ্রতিনিধি, এমপি-মন্ত্রী, জনগণ অমাদের কাছে চাইবে কী সুবিধা দিতে পেরেছি তা। জনগণ সরকারকে রাজস্ব দিচ্ছে তারা যেন উন্নতভাবে ভালোভাবে সেবা পায়। জনগণের প্রত্যাশাটা অনেক বেশি, আমাদের সীমাবদ্ধতাকে মাথায় রেখে জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে হবে।
তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকার এই বিশাল প্রতিষ্ঠানটিতে আমি নির্বাচিত হওয়ার পর থেকে জনপ্রতিনিধি হিসাবে আসতে পারিনি। এবার সুযোগ পেলাম আসার। এখানে স্বাস্থ্য-শিক্ষাসেবার উন্নয়নে যা যা করার তা করব। সংকট থাকার পরও যেভাবে চিকিৎসকসহ দায়িত্বপ্রাপ্তরা যে সেবা দিয়ে যাচ্ছেন, তাতে করে তাদের সেবা দেওয়ার মানসিকতা আছে তা প্রমাণিত হচ্ছে।
চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নিরঙ্কুশ প্রভাব রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানকার ছাত্ররাজনীতি, শিক্ষক-রাজনীতি, চিকিৎসক-রাজনীতিসহ সবকিছু নিয়ন্ত্রিত হয় মেয়রের মাধ্যমে। বিএনপি-জামাত সরকারের আমলে, বিভিন্ন দুঃসময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের হাল ধরে রাখেন আ জ ম নাছির। মেডিকেল থেকে তুলে আনেন নতুন নতুন নেতৃত্ব।
চমেক হাসপাতালে ব্যারিস্টার নওফেলের শনিবারের উপস্থিতি এবং উপর্যুক্ত বক্তব্যের পর কৌতূহলী মানুষের প্রশ্ন-তিনি কি তাহলে মেয়র আ জ ম নাছিরকেই ‘রাজনীতিকরণ’ বন্ধের আহ্বান জানিয়েছেন।
একুশে/এসআর/এটি
