চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকার জেমিসন রেড ক্রিসেন্ট মেটারনিটি হাসপাতালের পাঁচ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণী আহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শামীমা তালুকদার (২০) জেমিসন রেড ক্রিসেন্ট পরিচালিত মেডিকেল অ্যাসিসট্যান্স টেকনিশিয়ান কোর্সের সাবেক শিক্ষার্থী।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, হাসপাতালে থাকা পরিচিত এক ছাত্রীর সাথে দেখা করতে এসে, ওই তরুণী ছাদ থেকে লাফ দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, ওই মেয়েটির এক হাত ও এক পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সে ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন আছে।
