চট্টগ্রামে সুদীপ্ত হত্যায় গ্রেপ্তার জিয়াবুল রিমান্ডে


চট্টগ্রাম: চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যাকাণ্ডে গ্রেপ্তার জিয়াবুল হক ওরফে ফয়সালকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান এই আদেশ দিয়েছেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইর পরিদর্শক সন্তোষ চাকমা।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।

এর আগে ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্তকে। এ ঘটনায় সুদীপ্তর বাবা সদরঘাট থানায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই।

গত সোমবার বিকালে নগরীর দেওয়ানহাট এলাকা থেকে জিয়াবুল হক ওরফে ফয়সালকে গ্রেপ্তার করে পিবিআই।

এই হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন আইনুল কাদের নিপুসহ বিভিন্ন সময়ে গ্রেপ্তার ১১ জনের সবাই লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী হিসেবে পরিচিত।