চট্টগ্রাম: নগরীতে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ ইয়াবা ও ১৭৫ বোতল ফেনসসিডিলসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। অভিযানে মাদক বিক্রির ৪৩ হাজার ৩০০ টাকাও উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে হালিশহর থানার ছোটপুল কাঁচাবাজার সংলগ্ন খুরশিদা বেগমের টিনশেডের ঘরে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আব্দুল্লাহ (৩৫), মোঃ নুরুল আলম ওরফে বদি ((৩০), মোঃ জামাল (৪৫) ও মোঃ আলাউদ্দিন (২৫)।
এসব বিষয় নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ও ফেনসিডিল কম দামে কিনে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে বেশী দামে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা দায়ের করা হয়েছে।
