
চবি প্রতিনিধি: অস্ত্র মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের ৬ কর্মীকে বুধবার জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- আইন বিভাগের তৃতীয় বর্ষের খালেদ মাসুদ, একই বিভাগের শাকিল হাসান, সমাজতত্ব বিভাগের সিফাতউল্লাহ সরকার, ইংরেজি বিভাগের বেলাল হাসান, ইতিহাস বিভাগের অমিত রয় এবং উদ্ভিদবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ইয়াসিন আরাফাত।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গির বলেন, দেশিয় অস্ত্র উদ্ধারের ঘটনায় আটক ৬ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
