বোয়ালখালীতে বিপুল পরিমাণ জিহাদী বইসহ পাঁচ নারী আটক

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে বিপুল পরিমাণ জিহাদী বইসহ পাঁচ নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের ছমদ আলী বলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে শাহানাজ আক্তার (২৩) ওই বাড়ির বাসিন্দা। অন্যান্যদের মধ্যে দুইজন কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা; তারা চট্টগ্রাম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। একজন কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্রী। আরেকজন বোয়ালখালীর শাকপুরা এলাকার বাসিন্দা এবং শাকপুরা দারুচ্ছুন্নাহ মাদরাসা থেকে এবার আলিম পাস করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন বৈঠকের খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় বোয়ালখালী থানা পুলিশ। এসময় পাঁচ নারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই বাড়ি থেকে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের বোয়ালখালী শহর সাথী শাখার একটি ব্যানার এবং ৫টি মোবাইল উদ্ধার করা হয়। তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৈঠকের ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি আটককৃতরা।

এদিকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাঁচজন নারী আটক আছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাপ্ত তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ হলে সবকিছু বিস্তারিত জানানো হবে।