চট্টগ্রাম: নগরীতে ‘আসামাজিক’ কাজে জড়িত থাকার অভিযোগে ২৭ নারী ও ১১ পুরুষকে আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি মো. আলমগীর।
তিনি বলেন, পতেঙ্গা থানাধীন কয়েকটি আবাসিক হোটেল, রেস্ট হাউস ও গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপ চলছে- এমন তথ্যের ভিত্তিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ২৭ নারী ও ১১ পুরুষকে আটক করা হয়েছে।’
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মো. আলমগীর।
