বিজিএমইএ নির্বাচনের ভোট চলছে

ঢাকা: অবশেষে পরিবর্তন আসছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র নেতৃত্বে।

শনিবার সকাল ৮ থেকে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে ২০১৫ সালে সমঝোতার মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের পর ভোটাভুটি ছাড়াই তিন দফায় বেড়েছে বর্তমান কমিটির মেয়াদ। তবে, এবার আর সমঝোতা নয়, ভোটারদের প্রত্যক্ষ অংশগ্রহণে দুই বছর মেয়াদী নতুন পরিচালনা পর্ষদের ৩৫টি পরিচালক পদে ৪৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

এর মধ্যে সম্মিলিত পরিষদ ও ফোরামের ২৬ জন এবং স্বাধীনতা পরিষদের ব্যানারে ১৭ জন এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন একজন।

ফোরামের নেতৃত্বে আছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক আর স্বাধীনতা পরিষদের নেতৃত্ব দিচ্ছেন ডিজাইন অ্যান্ড সোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম। এবার নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৯৫৫ জন।

আগামী ১১ এপ্রিল এই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। আর দায়িত্ব হস্তান্তর হবে ২১ এপ্রিল।