রাজধানীর কল্যাণপুরে জঙ্গি বিরোধী অভিযানে নিহত নয় জঙ্গির লাশ দফনের জন্য বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় হাসপাতালের মরচুয়ারি থেকে কয়েকটি লাশবাহী ফ্রিজ ভ্যানে করে লাশগুলো জুরাইন কবরস্থানে নেয়া হয়।
জঙ্গিরা হলেন-আবদুল্লাহ, আবু হাকিম নাঈম, তাজ-উল-হক রাশিক, আকিফুজ্জামান, সাজাদ রউফ অর্ক, জুবায়ের হোসেন, মতিয়ার রহমান ও তারেক। অন্য এক জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতালের মরচুয়ারিতে রাখা পাঁচ জঙ্গি ও এক সন্দেহভাজন জঙ্গির লাশ আঞ্জুমান মফিদুল ইসলাম দাফন করে।
লাশ হস্তান্তরের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কোনো কর্মকর্তাই মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, গত ১৫ জুলাই কল্যাণপুরের জাহাজ বিল্ডিং খ্যাত তাজ মঞ্জিলে জঙ্গিবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে নয় জঙ্গি নিহত হন।
