
চট্টগ্রাম : সিজেকেএস আয়োজিত প্রথম বিভাগ হকি লীগে অংশগ্রহণকারী ঐতিহ্যবাহী বক্সিরহাট ইয়াংম্যান্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা রোববার সংগঠনের সভাপতি এম এ বাসেতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাবের আজীবন সদস্য, ক্রীড়া সংগঠক সাইফুল আলম খানকে চেয়ারম্যান এবং ক্রীড়াসংগঠক আলী হাসান রাজুকে সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট হকি লীগ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সাদাত হোসেন মাসুদ, মোঃ আবদুল ওয়াহেদ, ডা. সাহেদ পারভেজ খান, তবিবুল হক, রিফাত শাহ, মো. আবদুল আহাদ, আবদুর রাজ্জাক।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি
