চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানা এলাকার একটি বাসায় চোরাই মোটরসাইকেল উদ্ধারের অভিযানে গিয়ে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার দিবাগত রাতে আশরাফিয়া হাউজিং সোসাইটির একটি পাঁচতলা ভবনের নিচতলার ওই বাসায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার রোকসানা আক্তারের (২৪) স্বামী নাসির উদ্দিন; মোটরসাইকেল চুরির সাথে নাসিরের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে ওই বাসায় অভিযানে যায় পুলিশ।
সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুর রহমান খান বলেন, গত ১৯ অগাস্ট খুলশী এলাকা থেকে সিআইডির এক সদস্যের বাসা থেকে মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনা তদন্তে নেমে নাসিরের খোঁজ পান তদন্ত কর্মকর্তা। এরপর তার বাসায় অভিযান চালানোর জন্য প্রবেশের চেষ্টা করলে রোকসানা বাঁধা দেয়। পরে বাসাটিতে তল্লাশি চালিয়ে একটি আলমারি থেকে সাতটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি কিরিচ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ওই বাসাটির ভেতরে-বাইরে সাতটি ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো আছে। বাসায় কে যাচ্ছে- তা মোবাইলের মাধ্যমে দূর থেকে দেখতে পান নাসির। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় মোটরসাইকেল চুরির ১৮টি মামলা আছে। নাসিরের স্ত্রী রোকসানাকে অস্ত্র আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
