
ঢাকা : সারাদেশে অতি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন চিহ্নিত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৮ এপ্রিল) বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নুরুননবীর সই করা নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরেজমিন পরিদর্শন করে অতি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলো চিহ্নিত করে মন্ত্রণালয়কে জানাতে সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি একটি স্কুল ভবনের পলেস্তারা ও বিম ভেঙে ছাত্রী নিহতের ঘটনার পর এ নির্দেশনা দেওয়া হলো।
একুশে/ডেস্ক/এসসি
