
কুমিল্লা : প্রতিবারের মত এবারও কুমিল্লা লাঙ্গলকোট থানা এলাকার ছোট ফতেহপুর দরবারের বার্ষিক ওরশ আগামীকাল (৯ এপ্রিল মঙ্গলবার) দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছেন ওরশ উদযাপন কমিটি। তারমধ্যে খতমে কোরআন, খতমে তাহলিম, জিকির আজগর, ওয়াজ ও মিলাদ মাহফিল।
উক্ত ওরশে ইসালে সোয়াব হাছিলের জন্য দলমত নির্বশেষে সকলকে ওরশ উদযাপন কমিটির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে।
একুশে/এসসি