চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গত ২৪ ঘণ্টায় সিএনজি-চালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৭০১টি মামলা দায়ের করেছে।
পাশাপাশি ১১টি সিএনজি-চালিত অটোরিকশাসহ ৬৪টি যানবাহন জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
একই সূত্র আরও জানায়, কোন কাগজপত্র ছাড়া রাস্তায় চালানো সিএনজি-চালিত অটোরিকশার বিরুদ্ধে ২১৫টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি অভিযানকালে আর্থিক জরিমানাও করা হয়।
বিআরটিএ’র উপপরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, মিটার ও যথাযথ কাগজপত্র বিহীন তথা নিবন্ধনবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বন্দর নগরীতে চলাচলকারী নিবন্ধনবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ এবং পুলিশের যৌথদল ব্যবস্থা নিচ্ছে।
তিনি জানান, যদি সিএনজি-চালিত অটোরিকশার কোন মালিক বা চালক তার ট্যাক্সিতে মিটার স্থাপনের ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করে, তাহলে সিএমপি তাদের বিরুদ্ধে আরও মামলা দায়ের করবে।
