শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচীতে পুলিশের লাটিচার্জ

চট্টগ্রাম: সাতটি সৃজনশীল প্রশ্নে পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচীতে লাটিচার্জ করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নগরীর কলেজিয়েট, নাসিরাবাদসহ কয়েকটি স্কুলের কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে এসে জিইসি মোড়ে অবস্থান নেয়। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দাবি মেনে নেয়ার আহ্বান জানাতে থাকে। একপর্যায়ে পুলিশ এসে ধাওয়া দেয় শিক্ষার্থীদের। পুলিশের লাটিচার্জে কয়েকজন শিক্ষার্থী শরীরে আঘাতও পেয়েছেন।

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, জিইসি মোড়ের সড়কে ফ্লাইওভার নির্মাণের কাজ চলায় এমনিতেই যানজট লেগে থাকে। তার উপর স্কুলের শিক্ষার্থীরা অবরোধ করায় আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তাই তাদেরকে রাস্তা থেকে সরাতে হুইসেল বাজানোর পরপরও তারা সরে যায়। এতে শিক্ষার্থীদের উপর লাটিচার্জ করা হয়নি।