চট্টগ্রামে এক নারীর অস্বাভাবিক মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকায় শামসুন্নাহার শম্পা (৩০) নামে এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে কর্ণফুলী থানার ইউনুচ মার্কেটের এলাকার মোজাম্মেল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া বলেন, ভোর ৫টার দিকে শামসুন্নাহার শম্পাকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী নজরুল ইসলাম। তবে এর আগেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, ভোর রাতে পারিবারিক বিষয় নিয়ে শম্পা ও তার স্বামীর মধ্যে ঝগড়া হয়। এক সময় ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে শম্পা আত্মহত্যা করে বলে স্বামী নজরুল দাবি করে। লাশের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো যাবে।