এবার পণ্য ও যাত্রীবাহী পরিবহন ধর্মঘটের ডাক

চট্টগ্রাম: প্রাইম মুভার ট্রেইলার মালিক-শ্রমিকদের ধর্মঘট চলছে গত সোমবার থেকে। ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে ৪০ হাজারের বেশী কনটেইনার জমে গেছে। এতে অচল হয়ে পড়ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এবার পণ্য পরিবহন ও যাত্রীবাহী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে দুটি শ্রমিক সংগঠন।

আগামী শনিবার (১ অক্টোবর) বৃহত্তর চট্টগ্রামে পণ্যবাহী ও রোববার (২ অক্টোবর) থেকে সকল যাত্রীবাহী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার বিকেলে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মোঃ মুছা। তিনি বলেন, প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমর্থনে এ কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি চট্টগ্রাম অঞ্চলের মহাসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমর্থনে রোববার থেকে বৃহত্তর চট্টগ্রামে অনির্দিষ্ট কালের জন্য সকল পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাইম মুভার ট্রেইলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সাথে বৈঠক করেছেন জেলা প্রশাসক শামসুল আরেফিন। তবে মন্ত্রণালয়ের কোন সিদ্ধান্ত না আসায় বৈঠক স্থগিত করেন জেলা প্রশাসক।

বৈঠকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ, চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাকিলা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবীবুর রহমান, সড়ক পরিবহন, বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও গণপরিবহনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে ৪০ হাজারের বেশী কনটেইনার জমে গেছে। চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম বলেন, বন্দরে মোট কনটেইনার ধারণক্ষমতা ৩৬ হাজার ৩৫৭ টিইউজ। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বন্দরে ২০ ফুট দৈর্ঘ্যরে ৪০ হাজার ২৫৯টি কনটেইনার জমেছে।