চট্টগ্রাম: মসজিদের মাইক চুরির দায়ে এক ব্যক্তিকে তিন বছরের কারাদন্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত শাহ আলম চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা। তিনি জামিনে গিয়ে বর্তমানে পলাতক আছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারী ভোর সাড়ে ৫টার দিকে শাহ আলম চন্দনাইশ উপজেলার উত্তর জোয়ারা গ্রামের সৈয়দ আমীর কুলাল পাড়া জামে মসজিদের ভেতর থেকে মাইকের মেশিন ২টি, ইউনিট ৪টি, স্পীকার ২টি, চার্জার মেশিন ১টি এবং স্ট্যান ২টি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় একই দিন স্থানীয় ফজল আহমদ চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করে। ২০ ফেব্রুয়ারী পুলিশ দন্ড প্রাপ্ত শাহ আলমকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে চোরাইকৃত ৪টি মাইকের ইউনিট উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে একই বছরের ১৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে চন্দনাইশ থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. আবুল খায়ের। ওই বছরের ২২ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মোট ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করে আদালত।
