শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বর্ষবরণে রঙিন সাজে শিশুরাও

প্রকাশিতঃ ১৪ এপ্রিল ২০১৯ | ৩:১২ অপরাহ্ন


চট্টগ্রাম: নানা রঙে সেজে চট্টগ্রামে নববর্ষ বরণে মেতে উঠেছে শিশুরা।

নগরীর সার্সন রোডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় বাবা-মায়ের সঙ্গে অংশ নিয়েছে শিশুরা।

একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আব্দুর রহিম বলেন, বৈশাখে বড়দের চেয়ে ছোটদের আনন্দই বেশি। তাই ছেলেকে শোভাযাত্রায় নিয়ে আসলাম। চারদিকে রঙের ছড়াছড়ি দেখে সে আনন্দ পাচ্ছে।

একই সময় বৈশাখকে কেন্দ্র করে পাঁচ-ছয় বছরের ছেলের নানা কৌতুহলের জবাব দিতে দেখা যায় আরেক ব্যক্তিকে।

ডিসি হিল ও সিআরবি এলাকায়ও দেখা যায় বাবা-মায়ের হাত ধরে ছোট্ট শিশুদের ছোটাছুটি, উচ্ছ্বাস।

সিআরবি সাত রাস্তার মাথা এলাকায় দেখা যায় থরে থরে সাজানো বাতাসা, গজা, হাওয়াই মিঠাই, মিছরির তৈরি নানা পণ্যের দিকে শিশুদের আগ্রহ। তাদেরকে সে সব কিনে দিচ্ছেন বাবা-মায়েরা।

এদিকে পহেলা বৈশাখের ভোর থেকেই বাংলা নতুন বছরকে বরণের অনুষ্ঠান পরিণত হয় প্রাণের উৎসবে।

ডিসি হিল ও শিরিষতলায় বর্ষবরণ উৎসবে বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়।

নানা রঙের পোশাকে উৎসবে আসা মানুষের অংশগ্রহণে যেন রঙের ঢেউ লাগে। গরম উপেক্ষা করে তারা মেতে ওঠে উৎসবের আনন্দে।

এদিকে পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে চট্টগাম নগরীতে পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আর জেলার ১৬টি থানা এলাকায় আয়োজিত বৈশাখের অনুষ্ঠানে দায়িত্ব পালন করছে তিন হাজার সদস্য।