কণ্ঠশিল্পী সুবীর নন্দী লাইফ সাপোর্টে

ঢাকা : রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী।

সোমবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় সুবীর নন্দীর ভাই শিল্পী তিমির নন্দী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল সুবীর নন্দী সিলেটে একটি অনুষ্ঠান শেষে ট্রেনে ঢাকায় ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন। তিনি দীর্ঘদিন ধরেই কিডনি রোগে ভুগছিলেন এবং ল্যাবএইড হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস করাতেন তিনি।

আড়াই হাজারেরও বেশি গান গেয়ে সুবীর নন্দী দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ার অর্জন করেছেন। বেতার-টেলিভিশন ও চলচ্চিত্রে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে।

সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী জানান, শুক্রবার সিলেটে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শিল্পী সপরিবারে। অনুষ্ঠান শেষে রোববার রাতে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন ট্রেনে। রাত ৯টার দিকে উত্তরার কাছাকাছি ট্রেন আসতেই হঠাৎ সুবীর নন্দীর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেন থেকে তাকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়। গতরাত সাড়ে ১২টার দিকে শিল্পীর অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

একুশে/এসসি