চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

Yabaচট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে এক কিলোমিটার এলাকার মোহনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নুরুল আমিন (৪২) কক্সবাজারের টেকনাফ থানার কলেজ পাড়া এলাকার বাসিন্দা।

চান্দগাঁও থানার ওসি আবু মোঃ শাহজাহান কবির বলেন, মোহনা কমিউনিটি সেন্টারের সামনে সন্দেহ করে ওই ব্যক্তিকে তল্লাশি করা হয়। এসময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।