ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে সুলতান মাহমুদ নামের ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার মধ্যম শাকপুরা আমৃতলা মাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেন বোয়ালখালী থানার এসআই মো.বেল্লাল হোসেন।

বোয়ালখালী সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকার হোসেন সওদাগরের নতুন বাড়ীর জনৈক মোহাম্মদ আলমগীরের ছেলে সুলতান মাহমুদ। বিয়ের সময় সুলতান মাহমুদ যৌতুক হিসেবে নগদে ৮০হাজার টাকা নেয়। পরে যৌতুক হিসেবে আরো নগদ টাকা চাইলে কনেপক্ষ টাকা দিতে না পারায় সে বউকে ঘরে তুলে নিতে সময়ক্ষেপন করেন। দেড় বছরেও বউকে ঘরে তুলে না নেওয়ায় শ্বশুর বাড়ির লোকজন কারণ জানতে চাইলে সে চাহিদা মতো যৌতুকের আরো টাকা না দিলে বউকে ঘরে তুলে নেবে না বলে জানায়।

এঘটনায় তুলি (ছদ্মনাম) বাদী হয়ে আদালতে মামলা মায়ের করেন। আদালত বাদী এবং তার স্বজনদের স্বীকারোক্তির ভিত্তিতে কাগজপত্র পর্যালোচনা করে আসামী সুলতান মাহমুদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিলো।

বোয়ালখালী থানার ওসি মো. সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামী সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আজ ৩০ সেপ্টেম্বর তাকে আদালতে পাঠানো হবে।