পাওনা টাকা না দেওয়ায় বন্ধুকে খুন

ctgচট্টগ্রাম: বিদেশ যাওয়ার জন্য শাহজালাল ওরফে ফরহাদকে (২২) ৩ লাখ টাকা দেয় মাসুদ রানা (২৫)। বিদেশ যেতে দেরী হওয়ায় এ টাকা ফেরত চায় মাসুদ। কিন্তু সে টাকা দিতে গড়িমসি করে শাহজালাল। এ নিয়ে এই দুই বন্ধুর মধ্যে বিভিন্ন সময়ে ঝগড়াও হয়। এরই একপর্যায়ে গত ৬ আগস্ট রাতে বাগবিতন্ডার একপর্যায়ে কাঁচের বোতল দিয়ে শাহজালালকে মাথায় আঘাত করে মাসুদ। এতে মৃত্যু হলে চট্টগ্রাম ছেড়ে পালিয়ে যায় মাসুদ রানা।

গত বৃহস্পতিবার বিকেলে পাহাড়তলী থানার একে খান এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদকে গ্রেফতারের পর হত্যা রহস্য এভাবেই প্রকাশ হয়।

গ্রেফতার মাসুদ রানা ফেনী সদর থানার ধরিয়া তারালিয়া বাড়ির আব্দুল হামিদের ছেলে। আর নিহত শাহজালাল ওরফে ফরহাদ ফেনীর ফুলগাজী থানার আনন্দপুর পাটোয়ারী বাড়ীর ছালেহ আহমদ পাটোয়ারীর ছেলে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাইন হোসেন বলেন, মাসুদ ও শাহজালাল সম্পর্কে বন্ধু। এদের মধ্যে নিহত শাহজালাল কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারের জলশা মার্কেটের বিসমিল্লাহ কফি শপ নামে একটি দোকান চালান। শাহজালালের কাছ থেকে পাওনা টাকা না পেয়ে ঝগড়ার একপর্যায়ে কাঁচের বোতল দিয়ে তাকে আঘাত করে মাসুদ। ৭ আগস্ট সকালে বিসমিল্লাহ কফি শপ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এসময় নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। মৃত্যুর পর মহদেহ ঘুম করে ফেলার চেষ্টা করেছিল মাসুদ। এজন্য লাশের পা বাঁধা ও মুখ ডেকে রেখেছিল। কিন্তু কোন গাড়ি লাশ পরিবহনে রাজী না হওয়ায় গুম করতে পারেনি।

তিনি বলেন, খুনের পর দেশের বিভিন্ন জেলায় পালিয়ে বেড়াচ্ছিল মাসুদ রানা। একপর্যায়ে গত বৃহস্পতিবার আমরা গোপন সূত্রে খবর পাই যে, ফেনী থেকে চট্টগ্রামে আসছে মাসুদ। এরপর ফাঁদ পেতে চট্টগ্রাম নগরে প্রবেশের পরপরই একে খান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে শুক্রবার আদালতে হাজির করা হয়েছে।