বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে গাফিলতি ছিল: ফায়ার সার্ভিস

প্রকাশিতঃ ১৬ এপ্রিল ২০১৯ | ৯:১২ অপরাহ্ন


চট্টগ্রাম: চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকায় সিরাজ আনু অক্সিজেন লিমিটেডের কর্তাব্যক্তিদের গাফিলতি, অবহেলার কারণেই সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

মঙ্গলবার সকাল সাতটার দিকে শফিকুর ইসলাম চৌধুরীর মালিকানাধীন ওই অক্সিজেন কোম্পানিতে সিলিন্ডার রিফুয়েলিংয়ের সময় বিস্ফোরণ ঘটে। এরপর তিনজনকে দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে মো. ছাবেদ (৩০) ও পবিত্র কুমার দাশ (৬০) নামে দুজন মারা যান। তাদের মধ্যে ছাবেদের বাড়ি ফেনী ও পবিত্র দাশের বাড়ি বরিশালে। দগ্ধ আরেক শ্রমিক নুর ওসমানকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছে, আহত নুর ওসমানের শরীরের ১০ শতাংশের মতো পুড়েছে।

এদিকে সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পর চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন একুশে পত্রিকাকে বলেন, তাদের মিটার সঠিকভাবে কাজ করে না হতে পারে, যার কারণে ধারণ ক্ষমতার বাইরে সিলিন্ডারে অতিরিক্ত রিফুয়েলিংয়ের সময় বিস্ফোরিত হয়েছে। প্রতিষ্ঠানটির অগ্নিনিরাপত্তাও ছিল না। শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি ছিল, তাদের প্রশিক্ষণের অভাব ছিল।

এদিকে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করার কারণে সিরাজ আনু অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের স্বজনদের অভিযোগ, ওই প্রতিষ্ঠানে আরো মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার পড়ে আছে। এক একটি সিলিন্ডার যেন মৃত্যুফাঁদ।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, সিলিন্ডারগুলো ক্রুটিপূর্ণ বলেই তো বিস্ফোরিত হয়েছে। মেয়াদোত্তীর্ণ কিনা সেটা যারা সিলিন্ডার পুনঃপরীক্ষার কাজ করে থাকেন তারা বলতে পারবেন।