পণ্যের মজুদ যথেষ্ট, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্য সচিব


চট্টগ্রাম: যথেষ্ট পণ্য মজুদ থাকার পরও রমজানে কেউ দাম বাড়ালে আইনের কঠোর প্রয়োগের বিকল্প থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম বলেন, রমজানের অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্যের মজুদ যথেষ্ট। তাই দাম বাড়ার কারণ নেই। জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়। ক্রেতারা যাতে ন্যায্যমূল্যে পণ্য পায় সেটি আমাদের উদ্দেশ্য। ব্যবসায়ীরা লাভ করবে। তবে মজুদ, সিন্ডিকেট অপরাধের পর্যায়ে পড়ে। তখন আইনের কঠোর প্রয়োগের বিকল্প থাকে না।

তিনি বলেন, বিদেশে বড় দিন উপলক্ষে ছাড় দেওয়া হয়। আমি অনুরোধ করবো, লাভ কম করে ক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্য দিয়ে সন্তুষ্টি অর্জন করুন। যদি প্রয়োজন হয়, এখনো যথেষ্ট সময় আছে আরও আমদানি করতে পারেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেনের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবু্ল আলম, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, ক্যাব সভাপতি এসএম নাজের হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।