চট্টগ্রামে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ctgচট্টগ্রাম: নগরীতে একটি পাঁচতলা ভবনের উপর থেকে পড়ে রাকিব (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে পাঁচলাইশ থানার কসমোপলিটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জনৈক রফিকুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই পংকজ বড়ুয়া বলেন, মহানগর কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের নিয়োগ পাওয়া রাকিব কাজ করার সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। বিকেল সাড়ে তিনটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।