চট্টগ্রাম: নগরীতে লুন্ঠিত অলঙ্কারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যিনি মাছের ব্যবসার আড়ালে ডাকাতি করেন বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন।
গ্রেপ্তার কানন কান্তি দাশ ওরফে রনি (৪০) চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিন ব্রাহ্মণ ডেঙ্গা এলাকার লাল মোহন দাশের ছেলে।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গত মার্চ মাসে বায়েজিদের অক্সিজেন কয়লার ঘর এলাকায় এক প্রবাসীর বাসায় দিনের বেলা ডাকাতি হয়। মামলা তদন্তকালে ডাকাত রনির নাম আসে। সে বায়েজিদের রৌফবাদ এলাকায় মাছ ব্যবসায়ী হিসাবে পরিচিত। প্রকৃতপক্ষে মাছ ব্যবসার আড়ালে ডাকাতি করতো রনি।’
তদন্ত চলাকালে সাতকানিয়া থানায় যোগাযোগ করে রনির বিরুদ্ধে থানা রেকর্ডপত্রে কিছু পাওয়া যায়নি- বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।
অনেক চেষ্টার পরে রনির ব্যাপারে তথ্য পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ১৯৯৯ সালে বন্দর থানা এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার হয়ে জেলে যায় রনি। খুন, ডাকাতি, দস্যুতা, ডাকাতি ও অস্ত্র আইনসহ সাতটি মামলার আসামি ছিল সে। ১৪ বছর সাজা খেটে জেল থেকে বের হয়েছিল ২০১৩ সালের মাঝের দিকে।’
রনির স্বীকারোক্তি মোতাবেক বৃহস্পতিবার সন্ধ্যায় বায়েজিদের শেরশাহ এলাকা থেকে লুন্ঠিত কিছু অলঙ্কার উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, রনির সহযোগী হিসেবে কাজ করে ডাকাত বাবুল এবং নুরু। এদের সাথে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে জেলের এক ওয়ার্ডে বন্দি ছিল রনি।
‘রনিকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদনও করা হয়েছে।’ বলেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীন।
