চট্টগ্রাম: “যাত্রী চাই” শিরোনামে “এক বাঁশিতে চলবে দেশ, পরিবর্তনের পথে বাংলাদেশ” স্লোগান নিয়ে কিছু পরিবর্তনকামী তরুণের হাত ধরে ২০১৪সালের ১ অক্টোবর জন্ম নেয় এক সামাজিক সংগঠন; হুইসেল বাংলাদেশ।
প্রতিষ্ঠাবর্ষেই সংগঠনটি হাতে নেয় ১ম প্রজেক্ট “একটি কম্বল একটি জীবন”। সফলভাবে সম্পন্ন করার পর হাতে নেয় ২য় প্রজেক্ট “সাপোর্ট হরিজন”। শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুদের জন্য হাতে নেয় ৩য় প্রজেক্ট “প্রজেক্ট বই টোকাই”।
এই চলমান প্রজেক্ট সম্পর্কে সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা শাকিল মাহমুদ ভূঁইয়া বলেন, বর্তমানে হুইসেল বাংলাদেশ সুবিধা বঞ্চিত মানুষদের বইমুখী করার জন্য প্রজেক্ট ‘বই টোকাই’ পরিচালনা করছে। পুরাতন বই কেউ আমাদের দিলে, আমরা সেই বই দিয়ে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য পাঠাগার করবো।
এই প্রোগ্রামে দেশের সর্বস্তরের মানুষকে অংশগ্রহন করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, হুইসেল বাংলাদেশ শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি চেতনা। হুইসেল বাংলাদেশের প্রতিটি সদস্য বিশ্বাস করে দেশের পরিবর্তন ও উন্নতি চাইলে প্রথম শর্ত নিজের মানসিকতার পরিবর্তন করতে হবে।
‘দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশকে কি দিচ্ছেন সেটাই বড় কথা।’ এই লাইনটি মনেপ্রাণে ধারন করে দেশ বিদেশে ছড়িয়ে থাকা প্রতিটি সদস্য। – বলেন শাকিল মাহমুদ ভূঁইয়া।
তিনি বলেন, হুইসেল বাংলাদেশ এর এই পরিবর্তনের প্রচেষ্টায় এগিয়ে এসেছে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ দেশের প্রায় প্রত্যেকটি বিভাগে একযোগে কাজ করে যাচ্ছে হুইসেল বাংলাদেশ এর পরিবর্তন কর্মীরা।
