শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে বিস্ফোরণ, নিহত ৫০

ছবি : রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকার রাজধানী কলম্বোসহ অন্যান্য এলাকার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এছাড়া ৩শ’ জনের বেশি এ বিস্ফোরণে আহত হওয়ার খবর দিয়েছে কলম্বোর জাতীয় হাসপাতালের পরিচালকের বরাতে বার্তা সংস্থা রয়টার্স।

হামলার শিকার তিন হোটেল এবং একটি গির্জা রাজধানীতে হলেও বাকিগুলো নিগমবো ও উত্তর কলম্বোয় অবস্থিত।

রয়টার্সের খবরে বলা হয়েছে, কলম্বোর কোচচিকাদো অঞ্চলের সেন্ট অ্যানথনি গির্জায় বিস্ফোরণ ঘটেছে। উদ্ধারকারীরা হতাহতদের নিরাপদ জায়গা সরিয়ে আনার চেষ্টা করছেন।

নিগমবো অঞ্চলের কাতাওয়াপিতিয়ায় সেন্ট সেবাস্টিয়ান গির্জার ভেতরে বিস্ফোরণে ধ্বংসের ছবি দেখা গেছে এটির অফিসিয়াল ফেসবুক পেজে। এতে গির্জার ফ্লোরে রক্ত বয়ে যেতে দেখা গেছে। আক্রান্তদের সহায়তা সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলা হয়েছে।

হতাহতদের মধ্যে বিদেশি পর্যটকরাও রয়েছেন বলে দেশটির স্থানীয় দৈনিকের খবরে বলা হয়েছে। এখন পর্যন্ত হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।