
শ্রীলংকা: শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার সময় তিনটি গির্জা ও পাঁচ তারকা তিনটি হোটেলে সিরিজ বোমা হামলায় ৩৫ বিদেশিসহ অন্তত ২০৭ জন নিহত ও ৪ শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় সাত সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, কলম্বোর দেমাতাগোদা এলাকা থেকে দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে সর্বমোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো সাত জনে।
শ্রীলংকার প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে বিবিসি জানায়, অধিকাংশ বিস্ফোরণই ছিল আত্মঘাতী হামলা এবং একটি গোষ্ঠিই হামলাগুলো চালিয়েছে।
নিরাপত্তার স্বার্থে পুরো শ্রীলংকায় আজকের রাতের জন্য ( সন্ধ্যা ৬টা-সকাল ৬টা পর্যন্ত) জরুরি অবস্থা জারিসহ সকল ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে।
