
চট্টগ্রাম : বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নাসের খান (এমডি,এফআরসিপি) সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে ‘ফ্রম দি হার্ট অ্যাওয়ার্ড-২০১৯’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের আইওয়া মেথডিস্ট হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে সফল নেতৃত্ব প্রদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা লাভ করেন।
ডা. নাসের খান উক্ত হাসপাতালের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ বিভাগের পরিচালক এবং আইওয়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভিগের প্রফেসর হিসাবে নিয়োজিত আছেন। বাংলাদেশের এই কৃতী চিকিৎসক ১৯৯৬ সালে এমবিবিএস ফাইনাল পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজ থেকে স্বর্ণপদক লাভ করেন।
তিনি ব্যারিস্টার আবুল খায়ের খান ও মিসেস সালমা খানমের একমাত্র সন্তান এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রামের বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাহেদ আজগর চৌধুরীর জামাতা।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি
