চট্টগ্রাম: প্রবীণদের সুখ শান্তি অবশ্যই সন্তানদের নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। শনিবার দুপুরে মোহরা ৫নম্বর ওয়ার্ড কার্যালয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম জেলা আয়োজিত প্রবীণ সমাবেশ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মেয়র বলেন, পারিবারিক ও সামাজিক অবক্ষয় রোধ করতে হবে। আধুনিক বিশ্বের প্রভাবে নতুন প্রজন্ম প্রভাবিত হয়ে যাতে অনৈতিক পথে পা দিতে না পারে সেদিকে অভিভাবকদের নজরদারী রাখতে হবে। আজ যারা প্রবীণ, একদিন তারাই নবীন ছিল। আজ যারা নবীন, তাদেরকে একদিন প্রবীণ হয়ে বিদায় নিতে হবে। এ বিষয়টি মনে থাকলে কোন সন্তানই বিপথগামী হবে না।
তিনি বলেন, প্রবীণদের ভরন পোষন ও তাদের সুখ শান্তি অবশ্যই সন্তানদের নিশ্চিত করতে হবে। মেয়র এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য প্রবীণ হিতোষী সংঘকে দায়িত্ব নেয়ার আহবান জানান।
প্রবীণ সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে শামসুদ্দিন খান। এতে বিশেষ অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, ৫নং মোহরা কাউন্সিলর মোহাম্মদ আজম। অতিথি ছিলেন বুড়িশ্চর ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমদ, লায়ন সাবেক গভর্নর নাজমুল হক চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব আবু তাহের। বক্তব্য রাখেন প্রবীণ হিতোষী সংঘের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী, মতিলাল দেওয়ানজী, প্রবীণ হিতৈষী সংঘের মো. হারুন অর রশিদ, অধ্যক্ষ আলহাজ্ব শফি কাদেরী, আলহাজ্ব আবু তাহের, আয়ুব আলী চৌধুরী দুলাল, জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান শেষে তিনশ’ প্রবীণের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরন করা হয়।
