প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছে ইউএসটিসি ছাত্রলীগ

14543338_801567433279071_936129549_nচট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন পালন করেছে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি) ছাত্রলীগ। এ উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর ছাত্রছাত্রীদের নিয়ে কেক কাটা ও পরবর্তীতে এক দোয়া মাহফিলের অায়োজন করা হয়।

দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করা হয়। সবশেষে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের মিষ্টিমুখ করানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইফতেখার হোসেন, ইউএসটিসি ছাত্রলীগ নেতা নওশাদুর রহমান, ইয়াছিন কবির রাতুল, শরীফ ইসলাম, কুমার রাজর্ষি দাশ, রুপু বড়ুয়া, খাইরুল অামীন, অাবরার জাহীন চৌধুরী, মোহাম্মদ অাসিফ হোসেন, অাশরাফ শিবলু, নকীব শিকদার নিশান, অাদিত্য দাশ, সায়েম তৌহীদ, শাহ মোহাম্মদ তারিফ, দীপু রয়, মোহাইমিনুল ইসলাম অারিফ, ইন্দ্রজিত দাশ, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীন, মিনহাজ সরওয়ার সাব্বির, মারুফ হাসান পুলক, শাহজাহান ইমরান, মোহাম্মদ ওমর, সৌরভ, রুবায়েত, সুভাষ, বাপ্পী, মিনার, শুভ,আসিফ, আশরাফ, সাদী, সজীব, ইমরান, আরিফ, মালেক, সাইফুল, ইফতেখার, হাবিব, আমীন, আবেদিন, নয়ন, রিশাদ, যোসেফ, জিসান, শাওন, মুনির, আবিদ, ভিরাজ, ফয়েজ, তানভীর, আজওয়াদ, আবীর, ফারহান, পিয়াস, ছাফা প্রমুখ।