চট্টগ্রাম: নগরীতে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে পাহাড়তলী স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ফরিদ (৩৫) চট্টগ্রামের পটিয়া উপজেলার চাপুড়ি গ্রামের মৃত জাফর আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় ডাকাতির ঘটনায় একটি ও মারামারির একটি ঘটনায় মামলা রয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ বলেন, পাহাড়তলি স্টেশন রোডের দক্ষিণ পাশে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের কার্যালয়ের সামনে সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন খবরে অভিযান চালানো হয়। এসময় ফরিদের দেহ তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
