
চট্টগ্রাম : পাহাড়তলী হাজীক্যাম্পস্থ সোতোকান কারাতে স্কুলের প্রশিক্ষণার্থীদের বার্ষিক কারাতে বেল্ট পরীক্ষা আগামী ৩ মে শুক্রবার সকালে হাজী ক্যাম্প কারাতে প্রশিক্ষণ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের নতুন সিলেবাস অনুযায়ী হবে এ পরীক্ষা। উক্ত বেল্ট পরীক্ষা সাদা বেল্ট থেকে সবুজ বেল্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আগ্রহী সকল কারাতে স্কুল প্রশিক্ষণার্থীদের আগামী ৩০ এপ্রিল ২০১৯ এর মধ্যে কারাতে প্রশিক্ষক মো. আবদুল হান্নান কাজল (০১৮১৯-৭৪৮৪৮৩) এর সাথে যোগাযোগ করে নাম এন্ট্রি করার জন্য সোতোকান কারাতে স্কুলের এক প্রেসবিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি
