চট্টগ্রামে দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম: নগরীতে খুলশী থানা ভবন এলাকায় টেম্পুর ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেলে আনার পর তার মৃত্যু হয়।

নিহত মোঃ তৌফিক ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি বেসরকারী টেলিফোন অপারেটর কোম্পানী রবি-তে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, সাইকেল যোগে জিইসির দিকে যাওয়ার সময় একটি টেম্পু ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয় তৌফিক। তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।