চবির শাহাজালাল হলের প্রভোস্টকে অব্যাহতি

চবি প্রতিনিধি : অবশেষে অব্যাহতি পেলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)শাহাজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড.সুলতান আহামমদ।

রোববার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দীন চৌধুরী তাকে অব্যাহতি দেন বলে জানা যায়।

এর আগে গত ২৪ এপ্রিল শাহাজালাল হলের গেইটে তালা ঝুলিয়ে প্রভোস্টে পদত্যাগের দাবিতে মানববন্ধন করে আবাসিক শিক্ষার্থীরা। এসময় তারা হলের পানির সমস্যা, টয়লেট অপরিষ্কার, ছাদ খসে পড়াসহ নানা সমস্যায় জর্জরিত উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে এ সমস্যা কোন কার্যকরি পদক্ষেপ নেননি প্রভোস্ট। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ান তারা। অবশেষে আজ সেই প্রভোস্টকে অব্যাহতি দেওয়া হল।

একুশে/আইএস/এসসি