
চবি প্রতিনিধি : ‘বই বই এবং বই-ই দেখাবে পথ’ এ স্লোগানে আজ (রোববার) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে ৫ দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা।
দেশ বিদেশের স্বনামধন্য লেখকের বইসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বই নিয়ে মেলায় বসেছে প্রায় ৪০টিরও বেশি স্টল। ক্যাম্পাসের শিক্ষার্থী ও বাইরের প্রকাশনী প্রতিষ্ঠানগুলো সাজিয়েছে স্টলগুলো।
সকাল থেকে মেলা প্রঙ্গন মুখরিত হয়ে উঠেছে বইপ্রেমীদের পদচারণায়। কেউবা ঘুরে ঘুরে দেখছে। কেউবা কিনে নিচ্ছে ঝুড়ি ভর্তি পছন্দের বই।
মেলার প্রথমদিন কাটছে মাঝারি ব্যাস্ততায়। স্টলগুলোতে চলছে বই নিয়ে মাতামাতি। তার পাশাপাশি ফটোসেশনের ব্যাস্ততা। বছরের মাঝামাঝি সময় এসে ভিন্নধর্মী এই বই মেলা নিয়ে মেতে উঠেছে শিক্ষার্থীরা। আবার নিজের ক্যাম্পাসে নিজের একটি বই কোনো স্টলে দেখতে পেয়ে বেশ আনন্দিত তরুণ লেখকরা।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের (১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী সৌরভ আহামমেদ ও মো. সোহাম নামে দুই বন্ধু “একুশে পত্রিকাকে” বলেন, বিশ্ববিদ্যালয়ে এসে প্রথমবারের মতো বইমেলা পেয়েছি। খুব আনন্দ লাগছে। মেলার সার্বিক পরিস্থিতি খুব সুন্দর। স্টলগুলো ভালো ভালো বই নিয়ে সাজিয়েছে। আমরা কয়েকটা বই কিনবো। এখনও ঘুরে ঘুরে দেখছি।
তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধরনের উদ্যেগ খুবই ভালো। আমরা চাই প্রত্যেক বছর বইমেলা অনুষ্ঠিত হোক। বইমেলা থেকে আমরা একসঙ্গে অনেকগুলো বই পাই। আমরা বই কিনতে পারি। নিজেদের ভেতর বই পড়ার আগ্রহও জন্মায়।
নাঈমুর রহমান নামে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, বইমেলায় আমাদের কয়েকজনের একটি স্টল রয়েছে। প্রথম দিন হিসেবে বেশ ভালো সাড়া পাচ্ছি। সকাল থেকে পাঠক-লেখকরা মেলা প্রাঙ্গনে ভিড় জমিয়েছে। আবহাওয়ার কারণে এখন একটু কম উপস্থিতি রয়েছে। বিকেলের দিকে মানুষের উপস্থিতি আরও বড়তে পারে।
মেলার সুষ্ঠ পরিবেশ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।
একুশে/আইএস/এসসি
