
ক্রীড়া ডেস্ক : পারফরম্যান্সে ঠিক রাখতে বিশ্বকাপে ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। কারণ সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় অতীতে বেশ অস্বস্তিকর পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন তিনি।
মাশরাফি বলেন, সোশ্যাল মিডিয়া ক্রিকেট ভালো খেলতে বা খারাপ খেলতে কখনো প্রভাব রাখবে না। বিশেষ করে আমাদের (ব্যবহৃত) সামাজিক যোগাযোগমাধ্যম। এসব আমার ওপর প্রভাব ফেলে না। সাকিবের ওপরও না। যাদের প্রভাবিত করে তা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা থেকে দুইটা মাস দূরে থাকতে পারলে ভালো হয়। সেটা ক্রিকেটের জন্য ভালো হবে। এর নেতিবাচক প্রভাব যে না পড়ে সেজন্য অন্তত বিশ্বকাপ চলাকালীন সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ফেসবুক-টুইটারের মতো নানা সোশ্যাল মিডিয়া বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। এসব ছাড়া এক মুহূতর্ও নিজেদের ভাবতে পারেন না অনেকে। সেই তারাই কখনো কখনো ক্রিকেটারদের জন্য হয়ে ওঠেন ‘অভিশাপ’। তাদের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। অনেকে বাজে মন্তব্য করেন। এর প্রভাব পড়ে সামগ্রিক পারফরম্যান্সে। মাত্রাতিরিক্ত সমালোচনা হলে ফর্ম পড়তির দিকে ধাবিত হয়।
একুশে/এসসি
