খালেদা, তারেকের বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ

chittagong courtচট্টগ্রাম: বিএনপি নেত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও নির্বাহী কমিটির সদস্য ইরাদ আহাম্মদ সিদ্দিকীর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা রেকর্ডের নির্দেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া ও জাতির জনককে অবমাননার অভিযোগে এ মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।

সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এ আদেশ দেন। আদালতে অভিযোগ করেছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন।

বাদি পক্ষের আইনজীবী আবুল হাশেম বলেন, তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় খালেদা জিয়া, তারেক রহমান ও ইরাদ আহাম্মদ সিদ্দিকীর বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ড করার জন্য বোয়ালখালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। আবদুল কাদের সুজনের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

আইনজীবী আবুল হাশেম জানান, গত ২৫ সেপ্টেম্বর বিএনপি নেতা ইরাদ আহমেদ সিদ্দিকী তার ব্যক্তিগত ফেসবুক পেইজে ইংরেজিতে একটি পোস্ট দেন। বাংলায় এর অর্থ করলে দাঁড়ায়- শেখ হাসিনাকে হত্যা সম্ভব নয়, কারণ শেখ হাসিনার চারদিকে ভারতের বিশেষ নিরাপত্তার চাদর রয়েছে। ভারতীয়রা সরাসরি শেখ হাসিনার নিরাপত্তা বিধান করেছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থেরই প্রতিনিধিত্ব করছেন। শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।

ইরাদ আহমেদ সিদ্দিকীর এ ফেসবুক পোস্টের সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমান সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, ইরাদ আহমেদ সিদ্দিকী বিএনপির নির্বাহী কমিটির সদস্য। নিশ্চয়ই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে তিনি এ পোস্ট দিয়েছেন। তাই এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় মামলায় তাদেরকে আসামি করা হয়েছে।

মামলার বাদী আবদুল কাদের সুজন বলেন, ফেসবুকে গত ১৫ সেপ্টেম্বর দেওয়া এক স্ট্যাটাসে ইরাদ আহাম্মদ সিদ্দিকী জাতির জনকের অবমাননা করেছেন। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর আরেক স্ট্যাটাসে বলেছেন- শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়। এ বিষয়ে প্রতিকার চেয়ে আমি আদালতে অভিযোগ করেছিলাম।