গুজব ছড়িয়ে নাশকতা হতে পারে, আশংকা পুলিশের

SP Nurealamচট্টগ্রাম: দূর্গাপূজার সময় অনলাইনে-সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে নাশকতার আশংকা করছে পুলিশ। সোমবার চট্টগ্রাম জেলা এবং বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আশংকার কথা বলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা।

নূরেআলম মিনা বলেন, দুর্গাপূজায় স্বার্থান্বেষী মহল গুজব ছড়াতে পারে। কারণ রাজনৈতিক কারণে অনেক মানুষের অন্তরে ভিন্ন প্রদীপ জ্বলে। তারা সাম্প্রদায়িক উসকানি দিয়ে ফেসবুকে-অনলাইনে নানা কথা ছড়াতে পারে। আমি স্পষ্টভাবে বলতে চাই, গুজব ছড়িয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা আমরা কোনভাবেই বরদাশত করব না। এই ধরনের কর্মকান্ড কঠোরভাবে দমন করা হবে।

তিনি বলেন, চট্টগ্রাম জেলার ১৬ থানার মোট ১ হাজার ৪৬৯ টি পূজামন্ডপের ৩০৪টি বেশি গুরুত্বপূর্ণ, ৪৬৫ টি গুরুত্বপূর্ণ ও ৭০০টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুর্গাপুজায় তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। জেলায় ১২০টি মোবাইল টিম ও ৩৭টি চেকপোস্টসহ দুই হাজার পুলিশ সদস্য এবং আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ‍মুহাম্মদ রেজাউল মাসুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত ও সাধারণ সম্পাদক অসীম কুমার দেবসহ বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাকরা।